ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর পুরনো ঢাকায় ছোলা দাম ৭৫, হাতিরপুল বা কারওয়ান বাজাওে ৮০ থেকে ৯০

প্রকাশিত : ১৮:৩০, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩০, ২২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রোজা শুরু হতে মাস দেড়েক বাকি থাকলেও, ছোলার দাম বাজারভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা হেরফের হচ্ছে। পুরনো ঢাকায় ৭৫ টাকা কেজিতে যে ছোলা বিক্রি হচ্ছে, তা হাতিরপুল বা কারওয়ান বাজারে ৮০-৯০ টাকায় কিনতে হচ্ছে। দামের তারতম্যের একইরকম চিত্র ডাল, তেল, লবন চিনিসহ নিত্যপণ্যের বাজারে। রাজধানীর পুরনো ঢাকার মৌলভীবাজার। যেখান থেকে বিক্রি হয় পাইকারী ও খুচরা নিত্যপণ্য। সেখানে গিয়ে দেখা গেলো, রমজানের প্রয়োজনীয় অনুসঙ্গ ছোলা বিক্রি হচ্ছে ৭৪-৭৫ টাকা কেজিতে। রাজধানীর হাতিরপুল বাজারে একই ছোলা বিক্রি হচ্ছে ১৫ টাকা বেশি দরে। পন্য এক হলেও বাজার ভেদে পার্থক্যে দেখা যায় ছোলার দামের হেরফের ১০ থেকে ১৫ টাকা। তবে এই খুচরা দামের সাথে পাইকারীতে পার্থক্য ১ থেকে ২ টাকা। এদিকে আবারও পেয়াজের দাম ৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। কারওয়ানবাজার থেকে ১ কিলোমিটার দুরত্বের বাজার হাতিরপুলে গিয়ে দেখা যায় নিয়ন্ত্রনহীন বাজারের কারনে বিভ্রান্ত হচ্ছেন ক্রেতারা। তবে মাছ ও মাংসের দামের খুব বেশি পরিবর্তন নেই গেল এক সপ্তাহ জুড়ে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি