ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজধানীর বাজার মিয়ানমারের ইলিশে সয়লাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ১২ এপ্রিল ২০১৭ | আপডেট: ১২:৪৪, ১৩ এপ্রিল ২০১৭

মিয়ানমারের ইলিশে সয়লাব রাজধানীর বাজার। সঙ্গে রয়েছে হিমায়িত দেশীয় ইলিশও। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের বাজারে আগের মত ক্রেতা নেই বলে জানালেন ব্যবাসায়ীরা।

দরজায় কড়া নাড়ছে প্রাণের উৎসব পহেলা বৈশাখ। একটা সময় ইলিশ ছাড়া বৈশাখী উৎসব, মনে হত অপরিপূর্ণ।

এখনো অনেকে ইলিশ ছাড়া পহেলা বৈশাখকে ভাবতে পারেননা ।

তবে এবার পহেলা বৈশাখে ইলিশের বাজারে নেই আগের মত ব্যস্ততা। সরবরাহও বেশ কম।

এই সূযোগে রাজধানীর বাজার সয়লাব মিয়ানমারের ইলিশে। স্বাদ কম বলে দাম কম হলেও কদর নেই তেমনটা। দেশী মাছও রয়েছে। তবে তার অধিকাংশই হিমায়িত।

বাজারে ৫ থেকে ৬শ’ গ্রামের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭শ’ থেকে ৯শ’ টাকায়। আর ১ কেজি বা এর বেশী ওজনের ইলিশ ১২ থেকে ১৫শ’ টাকা।

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বহাল থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত। আর তাই দেশি ইলিশের জন্য অপেক্ষা করতে হবে জামাই ষষ্টি পর্যন্ত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি