ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর বাজারে বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম

প্রকাশিত : ১৬:১৬, ৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:১৬, ৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

পহেলা বৈশাখ ও রমজান সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে ডাল, চিনি ও ইলিশ মাছ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। বাড়তি পেঁয়াজ এবং গরুর মাংসের দামও। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত বাজার তদারকি না করার কারণেই অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে। আর খুচরা বিক্রেতারা এজন্য দায়ি করছেন সিন্ডিকেটকে। চিনি! অন্যতম একটি নিত্যপণ্য। পহেলা বৈশাখ আর রমজান সামনে রেখে এরইমধ্যে প্রতি কেজি চিনির দাম বেড়েছে চার থেকে পাঁচ টাকা। বেড়েছে ডাল এবং পেঁয়াজের দামও। দেশী পেঁয়াজ গত সপ্তায় ৩০/৩২ টাকায় বিক্রি হলেও এখন বিকিকিনি হচ্ছে ৩৫ টাকারও বেশী দরে। ৫ টাকা বেড়ে মশুর ডাল বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, পহেলা বৈশাখের কারণেই বাজার উর্ধ্বমুখী। পহেলা বৈশাখকে ঘিরে বরাবরের মতো আকাশচুম্বি ইলিশের দাম। খুচরা বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬ হাজার টাকায়। আর আড়তদাররা বিক্রি করছেন ৪ থেকে ৫ হাজার টাকায়। গরুর মাংশ প্রতিকেজি প্রকারভেদে ৪২০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব ও অর্থনীতিবিদদের মতে, কঠোর নজরদারির অভাবেই বাজারে অযৌক্তিকভাবে বাড়ানো হয় নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষের জীবনযাত্রায় ভারসাম্য রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে রাখারও তাগিদ দিয়েছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি