ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীর বাতাস খারাপের দিক দিয়ে বিশ্বে সপ্তম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ১৮ সেপ্টেম্বর ২০১৯

রাজধানী ঢাকার বাতাস দূষণের কারণে চরম অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে সবচেয়ে খারাপের দিক দিয়ে বিশ্বে সপ্তম অবস্থানে পৌঁছেছে। আজ বুধবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই)  এমন তথ্য প্রকাশ করেছে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। 

একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান দূষিত।

ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। গ্রীষ্মকালে শহরটিতে বায়ু দূষণ চরমে উঠলেও বর্ষায় অবস্থার উন্নতি দেখা যায়।

সূত্র: ইউএনবি

 টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি