ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

মেহেদী হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ৬ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

রাজধানীর বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গাউছিয়া মার্কেট পরিদর্শন শেষে সংস্থাটির পরির্দশক দল জানায়, অগ্নিঝুঁকি রোধে যেসব ব্যবস্থা থাকা দরকার, মার্কেটগুলোতে তার কোনটিই নেই। উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে দোকান মালিক সমিতি।

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর বাকি মার্কেটগুলোর কী অবস্থা তা দেখতে সরেজমিন পরিদর্শনে যায় ফায়ার সার্ভিস। এরই অংশ হিসেবে প্রথম দিন গাউছিয়া মার্কেট যান তারা। প্রথমে দোকান মালিক সমিতির সাথে বৈঠকে বসে ফায়ার সার্ভিসের পরিদর্শক দল। পরে ঘুরে দেখেন পুরো মার্কেট। 

পরির্দশক দল বলছে, এ ধরণের ভবনের অগ্নিঝুঁকি মোকাবেলায় যেসব ব্যবস্থা থাকার কথা, তার বেশিরভাগই অনুপস্থিত গাউছিয়ায়। রাজধানী বাকি মার্কেটগুলোর বেশিরভাগের অবস্থাও প্রায় একই। 

ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ বলেন, "ঢাকা শহরের অনেক মার্কেট ও কাঁচাবাজার ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঠাঁটারিবাজার, রাজধানী সুপার মার্কেট, নিউমার্কেট, চকবাজারসহ বিভিন্ন জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রকৃতপক্ষে সব মার্কেটেই কিছু না কিছু ঝুঁকি রয়েছে। কারণ কেউ ফায়ার সার্ভিসের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। তাই আমাদের দৃষ্টিতে বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ। আমরা অনুরোধ করবো মার্কেটগুলোতে ফায়ার সার্ভিসের নির্দেশনা যেন শতভাগ বাস্তবায়ন করা হয়।"

গাউসিয়ার দোকান মালিক সমিতি বলছে, মার্কেটের অগ্নিঝুঁকি মোকাবেলায় সব ধরনের উদ্যোগ নেয়া হবে।  

মার্কেটের নির্মাণ কাজে ত্রুটির দায় নির্মাতা প্রতিষ্ঠানের ওপর চাপান ব্যবসায়ী নেতারা।

এসবি/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি