ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীর ৮ অবৈধ হাসপাতালে তালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ২৯ আগস্ট ২০২২

অবৈধ হাসপাতাল বন্ধে রাজধানীতে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানের প্রথম দিন রাজধানীর ৮টি চিকিৎসাকেন্দ্র বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে সোমবার দুপুর ১২টা থেকে স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীর বকশিবাজার, উত্তরা, চকবাজার, লালবাগ, যাত্রাবাত্রী, কচুক্ষেত ও বনানীতে একযোগে এই অভিযান পরিচালনা শুরু হয়। বিকেল তিনটায় প্রথম দিনের অভিযান শেষ করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তরা।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার অভিযানে রাজধানীতে বন্ধ করে দেওয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা-

১. খিলগাঁও জেনারেল হাসপাতাল

২. সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল

৩. কনক জেনারেল হাসপাতাল, মাতুয়াইল

৪. সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শনিরআখড়া

৫. খিদমাহ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, বকশিবাজার

৬. ঢাকা জেনারেল হাসপাতাল, চাংখারপুল

৭. হেয়ার ট্রান্সপ্লান্ট কসমেটিক সার্জারী কনসালটেন্সী এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বনানী

৮. ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার, বনানী

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি