ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ২৯ মে ২০২৪ | আপডেট: ১৯:৪৮, ২৯ মে ২০২৪

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি পাল্লার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

এতে কেঁপে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাও।  

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজি) বলছে, বুধবার (২৯ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে মিয়ানমারের মাওলাইক জেলার ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি মূল আঘাত হানে। এর গভীরতা ছিল ৯৪ কিলোমিটার।

রাজধানীর অনেক বাসিন্দা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, সিলেট, রাজশাহী, যশোরসহ বিভিন্ন এলাকায়ও ভূমিকম্পের খবর পাওয়া যায়।

মিয়ানমার বা বাংলাদেশে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

 

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি