ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজনীতি করতে সাহস লাগে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:২৫, ১ আগস্ট ২০১৭

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবিলা করতে হয়।

রোববার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে ওবায়দুল এই মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবিলা করতে হবে। কিন্তু তারেকের কোনোটাই নেই। মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। মামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করা উচিত।

নির্বাচনে সবার জন্য সমান ক্ষেত্র তৈরির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগও চায়, সবাই নির্বাচনে আসুক। কিন্তু যাঁরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাঁদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে। রাজনীতিতে আক্রমণ থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়-বলেন কাদের।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি