ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রাজনীতি নয়, ক্রটি ধরিয়ে দিচ্ছি : ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১২ মার্চ ২০২০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেতাদের অভিযোগের জবাবে বলেছেন, তার দল ‘করোনাভাইরাস নিয়ে রাজনীতি’ করছে না, বরং সরকারের দোষক্রটি ধরিয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত ফুটপাতে পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের হাতে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক লিফলেট বিলি করতে গিয়ে সাংবাদিকদের সামনে কাদেরের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানান ফখরুল।

তিনি বলেছেন, ‘করোনাভাইরাস একটা মহামারী। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা সরকারের দোষক্রটিগুলো ধরিয়ে দিলে তারা বলেন যে, রাজনীতি করবেন না। আমরা এখানে কোনো রাজনীতি করছি না।’

ফখরুল সাংবাদিকদের বলেন, ‘করোনাভাইরাস নিয়ে সারাবিশ্বে আজকে যখন উদ্বেগ-আতঙ্ক, সেখানে এই বিষয়টি নিয়ে নোংরা রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তাদেরকে সহযোগিতার জন্য বলছি।’

তিনি বলেন, ‘একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আজকে আমরা ঢাকাসহ সারাদেশে করোনাভাইরাস নিয়ে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ শুরু করেছি। এই লিফলেট বিতরণের একটি মাত্র উদ্দেশ্য, এই ধরনের মহামারী থেকে জাতিকে সচেতন করা এবং আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো।’

লিফলেট বিতরনের সময়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, আমিনুল ইসলাম, সেলিম রেজা মহাসচিবের সঙ্গে ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি