ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজনীতিতে আসছেন রজনীকান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রজনীকান্তের রাজনীতিতে আসার নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে এমনও শোনা গিয়েছিল ‌যে তাঁর রাষ্ট্রপতি পদে প্রার্থীও করা হতে পারে। বিজেপির পক্ষ থেকে তাঁকে গেরুয়া শিবিরে ‌যোগ দেওয়ারও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু কারও ডাকেই এখনও প‌র্যন্ত তিনি সাড়া দেননি। রাজনৈতিক মহলে এমনও খবর ছিল ‌যে নতুন কোনও দল নিয়ে আত্মপ্রকাশ করতে পারেন থালাইভা খ্যাত রজনী।

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রজনীকান্ত এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন।

মঙ্গলবার চেন্নাইয়ে ভক্তদের সঙ্গে ৬ দিনের এক সাক্ষাৎকার অনুষ্ঠানের উদ্বোধন করেন রজনী। সেখানেই তিনি ঘোষণা করেন, আগামী ৩১ ডিসেম্বর তিনি তাঁর রাজনীতিতে আসার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করবেন। চেন্নাইয়ে রজনী ভক্তদের সঙ্গে সাক্ষাত অনুষ্ঠান চলবে আগামী ৩১ ডিসেম্বর প‌র্যন্ত।

রজনীকান্ত বলেন, ‘আমি রাজনীতিতে নতুন নই। রাজনীতির জয়ের পথে প্রবেশে আমি দেরি করেছি, আগামী ৩১ ডিসেম্বর আমি এ নিয়ে ঘোষণা দিব।’

সূত্র : জি নিউজ

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি