ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রাজনৈতিক অবহেলায় জাতীয়করণ করা হচ্ছে না নাজিরহাট কলেজ

প্রকাশিত : ১৭:৪৬, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:৪৬, ৮ আগস্ট ২০১৬

শুধুমাত্র রাজনৈতিক অবহেলায় ৬৭ বছরের প্রাচীন নাজিরহাট কলেজ জাতীয়করণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ চট্টগ্রামের বিশিষ্টজনেরা। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে নাজিরহাট কলেজকে জাতীয়করণের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাসুদ রানা, সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ ও মুক্তিযোদ্ধারা আব্দুল হামিদ চৌধুরী। এসময় বক্তারা বলেন, ৫৫ বিঘার বিশাল পরিসরে নাজিরহাট কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে এ কলেজের মাঠে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র করা হলে পাকিস্তানী বাহিনী কলেজটির ব্যাপক ক্ষয় ক্ষতি করে। এটি সরকারিকরণ করা না হলে লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি