ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজনৈতিক নেতাদের আটকই অ্যাটর্নি জেনারেলের কাজ অভিযোগ রিজভির

প্রকাশিত : ১৫:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

রাজনৈতিক নেতাদের আটক করে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়াই যেন অ্যাটর্নি জেনারেলের একমাত্র কাজ বলে অভিযোগ করেছেন বিএনপির রুহুল কবির রিজভি। শনিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তার কাছ সাধারন মানুষ ন্যায় বিচার পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। এসময় সরকার জোর করেই ভারতের সাথে আতাত করে সুন্দরবন ধ্বংসের পায়তারা করছে বলে দাবী করেন তিনি। বৈঠকে দলের অন্যান্য নেতা-কর্মীরা সুন্দরবন বাঁচাতে মাঠে থাকাতে সবাইকে আহবান জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি