ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

‘রাজনৈতিক প্রেক্ষাপট দুই মাসেই পাল্টে যাবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ২৪ জুলাই ২০১৮

আগামী দুই মাসের মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে দৃশ্যত আওয়ামী লীগ শক্তিশালী ও বিএনপির দুর্বল অবস্থান। আমি আশা করি, আগামী দুই মাসের মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ঘটবে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিপন্থী ‘বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)-এর মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। কুষ্টিয়ায় সদ্যবিলুপ্ত দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়।

মাহমুদুর রহমান এর ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় অবিলম্বে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করে বিএনপির এই নেতা। তিনি বলেন- আমরা মাঠে নামব। মাহমুদুর রহমানের রক্ত বৃথা যেতে দেবে না দেশের মানুষ। একদিন এর বিচার হবেই। মাহমুদুর রহমান আইনে বিশ্বাস করেন বলেই কুষ্টিয়ায় একটি ভিত্তিহীন মামলায় জামিন নিতে গিয়েছিলেন। কিন্তু তার উপর যেভাবে পরিকল্পিত আক্রমণ হয়েছে তা ন্যক্কারজনক।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি