ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজবাড়িতে বাড়ছে পেয়াজ বীজের আবাদ (ভিডিও)

প্রকাশিত : ১৪:৫৭, ২৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:১২, ২৫ এপ্রিল ২০১৯

পেঁয়াজের বীজের আবাদ করে লাভবান হচ্ছেন রাজবাড়ীর কৃষকরা। দর ভালো আর চাহিদা বেশি থাকায় এ জেলায় পেঁয়াজ বীজকে বলা হয় কালো সোনা। প্রতিকূল আবহাওয়া আর ফলন ভালো হওয়ায় দিনদিন এ চাষে আগ্রহও বাড়ছে তাদের।

থোকা থোকা সাদা পেঁয়াজ ফুল থেকে আহরিত হবে কালো বীজ। সেই বীজ বুনেই ক্ষেত জুড়ে হবে পেঁয়াজের আবাদ। এসব পেঁয়াজ বীজের চাহিদা আর দাম ভালো হওয়ায় রাজবাড়ীর ৫ উপজেলার মাঠ জুড়ে হচ্ছে এর চাষ।

দেশে মোট চাহিদার ১৪ ভাগ পেঁয়াজ উৎপাদন হয় রাজবাড়ীতে। এবারো ফলন ভালো ও বেশি দাম পাওয়ায় খুশী কৃষক।

কৃষি কর্মকর্তা জানান, বীজ চাষে কৃষকের বিনিয়োগের ৪ ভাগের তিন ভাগই থাকে লাভ। কালবৈশাখী ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের সর্তক থাকার পরামর্শ তাদের।

জেলার মোট পেঁয়াজ বীজ উৎপাদন বেশী হয় কালুখালী ও সদরে। এবারো পাকা বীজ ঘরে উঠিয়ে লাভের প্রত্যাশা তাদের।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

 

 এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি