ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

রাজবাড়িতে বিভিন্ন অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ৫ আগস্ট ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে  ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানে মেয়াদউত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রির দায়ে নান্নু স্টোর ও তাহসান স্টোরকে ৫১ ধারায় যথাক্রমে ২ হাজার ও ৫ হাজার টাকা, অননুমোদিত রং মিশিয়ে সস তৈরির দায়ে মৃধা হোটেলকে ৪২ ধারায় ৩ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে হানিফ হোটেলকে ৪৩ ধারায় ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

এনএম/কেআই
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি