ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রাজবাড়ী-কুষ্টিয়ার সড়কে ঈদযাত্রায় ভোগান্তি (ভিডিও)

প্রকাশিত : ১১:২৯, ৩০ মে ২০১৯

সংস্কারের কাজ চলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তি বাড়ার আশংকা দেখা দিয়েছে। তবে দূর্ভোগ লাঘবে রাস্তার কিছু অংশ দ্রুত মেরামতের কথা জানিয়েছে সড়ক বিভাগ। ।

রাজবাড়ি-কুষ্টিয়া মহাসড়ক। চলছে রাস্তা প্রশস্তকরণের কাজ। কোথাও গর্ত, কোথাও বা যান চলাচলের অনুপযোগী। আর ধূলাতো আছেই!

২০১৮ সালের ২২ মে শুরু হওয়া রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাস্তা প্রশস্তকরণ কাজ চলতি বছরের ২৮ ডিসেম্বর শেষ হওয়ার থাকলেও, মাত্র ২০ ভাগ কাজ শেষ হয়েছে। চলমান সংস্কার কার্যক্রমে ব্যহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। আসছে ঈদযাত্রায় এই চাপ আরও বাড়বে। সেই সাথে বাড়বে ভোগান্তিও। এমনই আশংকা সড়ক ব্যবহারকারীদের।

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে জরুরিভিত্তিতে নানা ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে যশোর, ঝিনাইদাহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াসহ দক্ষিণপশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের যাতায়াত করে। তাই ঈদযাত্রা নির্বিঘœ করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি