ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে গলা কেটে হত্যা, এলাকায় আংতক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০৩, ৮ সেপ্টেম্বর ২০১৮

রাজবাড়ীতে দুই সপ্তাহের ব্যবধানে ৩ নারী ও ১ শিশুকে ঘরে ঢুকে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় আংতক বিরাজ করছে। প্রতিটি হত্যাকান্ডই ঘটছে রাতে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের এখনও গ্রেফতার করতে না পারায় এলাকায় ছড়াচ্ছে নানা গুজব। তবে, এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ ও জনপ্রতিনিধিরা।

গেলো ৩ আগষ্ট সদর উপজেলার পশ্চিম মুলঘর গ্রামে ঘরে ঢুকে শাহীদা খাতুন ও তার ৭ বছরের নাতী নীলাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ৮ আগস্ট একই উপজেলার বানিবহ ইউনিয়নের বড় আটদাবুনিয়া থেকে দুই সন্তানের মা আদুরী বেগমের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। সবশেষ ১৭ই আগষ্ট বারবাকপুর গ্রামে মধ্য বয়সী হাজেরা বেগমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

প্রতিটি ঘটনায় মামলা হলেও হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে এলাকায় ছড়িয়ে পড়ছে নানা গুজব। রাতের বেলা দল বেধে সময় পার করছেন গ্রামের নারীরা। আর যাদের স্বামী বিদেশ থাকেন, তারা চলে যাচ্ছেন বাবার বাড়ীতে।

এদিকে, দুর্বৃত্তদের প্রতিরোধে রাত জেগে পাহারা দেয়ার কথা জানালেন জনপ্রতিনিধিরা। পাশাপাশি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ তাদের। 

আর পুলিশ বলছে, শিগগিরি জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এলাকায় শান্তি-শৃংখলা ফেরাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন- এমনই প্রত্যাশা রাজবাড়িবাসীর।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি