ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে পদ্মার পানি বিপৎসীমা ছুই ছুই

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ৭ জুলাই ২০২৪

রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের নিম্নাঞ্চলের থাকা  ৪ উপজেলার ১৩টি ইউনিয়নের চরাঞ্চলে বসবাসরত জনবসতির চারপাশ পানিতে তলিয়ে গেছে।

এসব এলাকার আবাদী ফসল, গো-খাদ্যের চারনভূমিসহ রাস্তাঘাট তলিয়ে গেছে। এসব অঞ্চলের বাদাম, তিল, পাট, সবজি, পটল ক্ষেতসহ বিভিন্ন ফসলী জমির ফসল নষ্ট হচ্ছে। 

পানিতে তলিয়ে ফসল নষ্ট হওয়ায় লোকসানে পরেছেন কৃষকেরা। 

গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আর ১৫ সেমি. পানি বাড়লে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করবে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ জানায়, প্রতিদিনই পদ্মায় যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে  বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে পদ্মার নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের বসবাসে সমস্যা দেখা দিচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি