ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে পুড়িয়ে হত্যাচেষ্টা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

প্রকাশিত : ১৭:৪০, ৯ জুন ২০১৯

রাজবাড়ী থেকে তুলে নিয়ে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার মামলার প্রধান আসামী শিল্পী বেগমসহ (৪০) ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়। শিল্পী বেগম সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর মিজির স্ত্রী বলে জানা যায়।

জানা যায়, গত ৬ জুন ওই স্কুল ছাত্রীর বাড়িতে বোরকা পরিহিত অজ্ঞাত চার ব্যক্তি প্রবেশ করে। ভুক্তভোগী ছাত্রীকে মুখ চেপে ধরে বাড়ির পাশের পাটক্ষেতে নিয়ে তার ওড়না দিয়ে হাত, পা ও মুখ বেঁধে গায়ে আগুন জ্বালিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। এ সময় চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে।

এর আগের দিন সকালে বাড়ির পাশে এক পুকুরে গোসল করে ফেরার পথে অজ্ঞাত এক ব্যক্তি ওই ছাত্রীর মাথায় আঘাত করলে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়।
গায়ে আগুন জ্বালিয়ে দেওয়ার পর ভুক্তভোগীর বাবা ৭ জুন রাতে বাদী হয়ে শিল্পী বেগমকে প্রধান আসামী করে অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে রাজবাড়ি সদর থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ইতোমধ্যেই প্রধান আসামি শিল্পী বেগম এবং তার এক সহযোগী সেতুকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল দুপুরে বাড়ি ফেরার পথে সদর উপজেলার খানখানাপুর এলাকায় চার জন ব্যক্তি ভুক্তভোগীর গতিরোধ করে। তাকে টেনে হেঁচড়ে পাশের জঙ্গলের মধ্যে নিয়ে ভয় দেখিয়ে আপত্তিকর ছবি মুঠোফোনে ধারণ করা হয়। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে শিল্পী বেগম ভূক্তভোগী ছাত্রীর পরিবারের কাছে দুই লাখ টাকা দাবী করে। টাকা না পাওয়ায় তারা হত্যার উদ্দেশ্যে ভুক্তভোগীর গায়ে আগুন জ্বালিয়ে দেয়।

এমএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি