ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রাজবাড়ীতে ১০ দিনব্যাপী গঙ্গাস্নান ও মেলা শুরু

প্রকাশিত : ২০:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

রাজবাড়ীতে পদ্মলোচনা ঠাকুরের ২৮৫তম তিরোধান তিথিতে ১০ দিনব্যাপী গঙ্গাস্নান ও মেলা শুরু হয়েছে।মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রী শ্রী হরিঠাকুর অঙ্গনে এ গঙ্গাস্নান ও মেলা শুরু হয়েছে।

সকাল ৬টা থেকে গঙ্গাস্নানের মধ্য শুরু হওয়া ধর্মীয় এ অনুষ্ঠানে গীতাপাঠ, মহানাম সংকীর্তনের পাশাপাশি নগর কীর্তন অনুষ্ঠিত হবে।

দশ দিনব্যাপী এ মেলায় নাগরদোলা, শিশুদের খেলনার পাশাপাশি রয়েছে বাঁশ ও বেতের তৈরি গৃহ শয্যার বিভিন্ন পণ্য প্রদর্শনী করা হয়।

পুলিশ জানায়, রাজবাড়ীর বালিয়াকান্দিতে পদ্মলোচন ঠাকুরের ২৮৫ তম তিরোধান তিথিতে উপলক্ষ্যে দশ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ এ মেলার অনুমতি প্রদানের পাশাপাশি সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ২ মার্চ দশ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি