রাজবাড়ীর দুই উপজেলায় ভোটগ্রহণ, উপস্থিতি কম
প্রকাশিত : ১০:৩০, ৮ মে ২০২৪
রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে অনেক কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি অনেক কম ছিল।
এ নির্বাচনে পাংশা উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিয়েছে।
কালুখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিয়েছে।
পাংশা ও কালুখালী দুই উপজেলার মোট ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। পাংশা উপজেলায় ৫৭টি ও কালুখালী উপজেলায় ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে।
পাংশা উপজেলায় ১১ জন ম্যাজিস্ট্রেট ১১টি পুলিশের টহল টিম ও ১ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে। এছাড়াও কালুখালী উপজেলায় ৭ জন ম্যাজিস্ট্রেট, ৭টি পুলিশের টহল টিম ও ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এএইচ
আরও পড়ুন