রাজবাড়ীর সুইমিং পুলের বেহাল দশা
প্রকাশিত : ১২:৩৫, ২১ এপ্রিল ২০১৭ | আপডেট: ১২:৪৯, ২১ এপ্রিল ২০১৭
এক সময় সাঁতারে সুনাম ছিল রাজবাড়ীর। দেশ-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় সুনাম কুড়িয়েছেন এই জেলার সাঁতারুরা। বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত রাজবাড়ীর সুইমিং পুল। ফলে তৈরি হচ্ছে না নতুন সাঁতারু। বেহাল দশার কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, সুইমিং পুল সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেয়া হয়েছে।
একসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুল কাঁপিয়েছেন রাজবাড়ীর সাঁতারুরা। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছিলেন রাজবাড়ীর লায়লা নুর, মিতা নুর, পুতুল ঘোষ, নিবেদিতা দাসসহ অনেকেই। আন্তর্জাতিক পর্যায়ে ডলি আক্তার প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের।
এই সাঁতারুরা অনুশীলন করতেন পুকুর অথবা জলাশয়ে। ২০০৩ সালে রাজবাড়ী স্টেডিয়ামের কাছে পৌনে ৩ একর জায়গার উপর নির্মিত হয় জাতীয়মানের একটি সুইমিং পুল।
সাঁতারুরা বললেন, বর্তমানে সুইমিং পুলটির বেহাল অবস্থা। রয়েছে ব্যবস্থাপনার সমস্যাও।
সুইমিং পুলের এই বেহাল দশায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী।
সুইমিং পুলটির সংস্কারে রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কয়েকবার জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেয়া হলেও কাজ হয়নি বলে জানান এই কর্মকর্তা।
সুইমিং পুলটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সাঁতারে আবারো ফিরবে রাজবাড়ীর সুদিন- এমন প্রত্যাশা ক্রীড়া সংশ্লিষ্টদের।
দেখুন ভিডিও
আরও পড়ুন