ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাজশাহী কিংস-এর সঙ্গে জাফলং চা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ৪ নভেম্বর ২০১৭

শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেটের জমজমাট আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’ । এই আসরকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের তৈরি করে রেখেছে। এখন শুধু মাঠে নিজেদের পারফরমেন্স দেখানোর অপেক্ষা।

এই বিপিএলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার জন্য এগিয়ে এসেছে দেশের অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের সিসটার কনসার্ন ‘জাফলং চা’ । এবারের আসরে ওরিয়ন গ্রুপ রয়েছে ‘রাজশাহী কিংস’ দলের সঙ্গে।

গত আসরেও এই রাজশাহী কিংস দলের সঙ্গে জড়িয়েছিল পৃষ্ঠপোষকতা করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। ওরিয়ন গ্রুপ সব সময়ই খেলাধূলার উন্নয়নে কাজ করে থাকে।

গত বৃহস্পতিবার (০২ নভেম্বর) তেজগাঁওস্থ ওরিয়ন গ্রুপের কার্যালয়ে রাজশাহী কিংস এবং ওরিয়ন গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ওরিয়ন গ্রুপের সিসটার কনসার্ন ‘ জাফলং চা’ এর পক্ষে জনাব মো. ইব্রাহীম খলিল , হেড ওফ অপারেশন, এবং রাজশাহী কিংস এর পক্ষে পরিচালক জনাব আমজাদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ওরিয়ন গ্রুপের খালেদ মাসুদ  (হেড অফ কমিউনিকেশন), ওরিওন টি এর হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং সামসুল আলম শামস, ম্যানজোর এইচআর একরামুল সামস, আশিক রুবায়তে, ন্যাশনাল সেলস মানেজার ছাড়াও অন্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।

রাজশাহী কিংসের পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘ওরিয়ন গ্রুপ আগেও ছিল। এবারও তারা রাজশাহীর সঙ্গে রয়েছে। তারা রাজশাহী দলকে দারুণভাবে উৎসাহিত করে থাকে। এর জন্য রাজশাহী কিংসের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। .

ওরিয়ন গ্রুপের হেড অব কমিউনিকেশন খালেদ মাসুদ বলেন, আমরা সব সময়ই খেলাধুলাকে প্রাধান্য দিয়ে থাকি। ক্রিকেট তো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা। আমরা চাই বাংলাদেশের ক্রিকেট আরো এগিয়ে যাক। বিজ্ঞপ্তি।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি