ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহী নগর আ.লীগের সম্পাদক ডাবলু সরকার গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ৫ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর একটি দল। 

শুক্রবার রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। ডাবলু সরকারের নামে ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। 

শুক্রবার রাতে ডাবলু সরকারকে র‍্যাব ক্যাম্পে রাখা হয়। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি