ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

রাজশাহী নগর আ.লীগের সম্পাদক ডাবলু সরকার গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ৫ অক্টোবর ২০২৪

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর একটি দল। 

শুক্রবার রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। ডাবলু সরকারের নামে ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। 

শুক্রবার রাতে ডাবলু সরকারকে র‍্যাব ক্যাম্পে রাখা হয়। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি