রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
প্রকাশিত : ১৮:০৭, ৩ জুন ২০১৯
রাজশাহীতে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। রাজশাহী মহানগরীর হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এই জামাত অনুষ্ঠিত হবে।
জানা যায়, প্রতিকূল আবহাওয়ার কারণে হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত না হলে তা শাহমখদুম (র.) দরগাহ শরিফ মসজিদে অনুষ্ঠিত হবে। প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হলেও নগরীর মুহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এখানে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
রাজশাহী জেলার বিভিন্ন এলাকার ঈদগাহগুলোতেও সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এমএস/আরকে
আরও পড়ুন