রাজশাহীতে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা
প্রকাশিত : ১৫:১৬, ১৫ আগস্ট ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও শোক র্যালির মধ্যে দিয়ে রাজশাহীতে জাতীয় শোক দিবস পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধুর পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তারা।
বৃহস্পতিবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেণী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, কামাল হোসেন, নওশের আলী, শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাইমুল হুদা রানা প্রমুখ।
আরও পড়ুন