ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহী সেন্টারের আওতাধীন দুর্গাপুর সেলের উদ্যোগে বেলঘড়িয়া উচ্চ বিদ্যালয় দুর্গাপুরে দুই ঘণ্টাব্যাপী টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ২২ জন শিক্ষক-সহ মোট ৪৪৯ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

প্রোগ্রামে মূল্যবান আলোচনা উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম,আর্ডেন্টিয়ার, রাজশাহী সেন্টার। টোটাল ফিটনেস-এর আলোচনার পাশাপাশি ৩টি ভিডিও ডকুমেন্টারি প্রোগ্রামে প্রদর্শিত হয়।

এই আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষ ৩৭টি শুদ্ধাচার বই গ্রহণ করে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি