ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

রাজশাহীতে ট্রাকে আগুন

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৮, ২৭ নভেম্বর ২০২৩

অবরোধের মধ্যে রাজশাহীতে আবারও পেট্রোল বোমা ছুঁড়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার রাত সোয়া ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে পাটকাঠি ভর্তি চলন্ত ট্রাকে আগুন দেয় তারা। এতে ট্রাকটি পুড়ে গেছে। 

মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, পাটকাঠি নিয়ে ট্রাকটি বাগমারা যাচ্ছিলো। রাস্তার সংস্কার কাজ চলমান থাকায় ট্রাকটি ধীর গতিতে চলে। এসময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা মেরে ট্রাকের পাটকাঠিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অবরোধ সমর্থনকারিরা এই ঘটনা ঘটিয়েছে।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুরো ট্রাকটি পুড়ে যায়। এ ঘটনায় জড়িতদের কাউকে এখনও সনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এনিয়ে পুলিশ কাজ করছেন বলেও জানান ওসি রুহুল আমিন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি