ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

রাজশাহীতে দুই রোহিঙ্গা নারী গ্রেফতার

প্রকাশিত : ১৭:৫৯, ২৬ মে ২০১৯

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর এলাকা থেকে দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ওই বাড়ি থেকে তিন দালালকে আটক করা হয়েছে।

আটককৃত রোহিঙ্গারা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের সেলিমের স্ত্রী ফাতেমা ওরফে রোমানা এবং আরমানের স্ত্রী পারভীন ওরফে ইয়াসমিন।

আর আটক দালালরা হলেন, দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আলী আহমেদ চৌধুরীর ছেলে হেলাল চৌধুরী, ঝিনাইদহের শৈলক, পার রঘুনাথপুরের আজিম উদ্দিন মোল্লার ছেলে আল মামুন, মেহেরপুরের গাংনী ইউনিয়নের বাথানপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে সাগর আহমেদ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে তাদেরকে আটক করে থানা আনা হয়। তাদেরকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদেরকে বাংলাদেশি পাসপোর্ট করে দেওয়ার জন্য রাজশাহীতে নিয়ে আসা হয়। পাসপোর্ট করার পর রাজশাহী সীমান্ত এলাকা দিয়ে তাদের বিদেশে পাচার করতো দালাল চক্রের সদস্যরা।

কেআই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি