রাজশাহীতে দুর্ঘটনায় নিহত ২
প্রকাশিত : ১৬:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে এক নারী ট্রেনে কাটা পড়ে আরেকজন বাস চাপায় নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের মহিষবাথান ও বেলা ১১টার দিকে জেলার গোদাগাড়ীতে এ দু’টি ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন, নগরের মহিষবাথান উত্তরপাড়ার সেলিনা বেগম (৫৫) ও গোদাগাড়ী পৌরসভার মারপুরের লোকমান হোসেন (৬০)।
রাজশাহী জিআরপি থানার ওসি সাইদ ইকবাল জানান, রাজশাহী মহানগরীর মহিষবাথান উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে ওসি বলেন,‘ট্রেন আসা দেখে তিনি লাইনের উপর মাথা দিয়ে শুয়ে পড়েন। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। নিহত সেলিনা বেগম দুইদিন বাড়ি থেকে বেড়িয়ে যায়। পারিবারিক কলহের জের ধরে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন।’
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের সিঅ্যান্ডবি মোড়ে বাস চাপায় লোকমান হোসেন নিহত হন। তিনি গোদাগাড়ী পৌরসভার মাদারপুরের মৃত এন্তাজ আলীর ছেলে।
ওসি বলেন, দুর্ঘটনায় নিহত লোকমান হোসেন বাসা থেকে বের হয়ে বাই সাইকেল চালিয়ে জমিতে যাচ্ছিলেন। সিঅ্যান্ডবি এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেআই/
আরও পড়ুন