ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে পরিকল্পিতভাবে হত্যা করা ২ ছাত্রছাত্রীকে হোটেল থেকে উদ্ধার

প্রকাশিত : ১০:১৩, ২৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৪৭, ২৩ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার হোটেল থেকে উদ্ধার করা দুই ছাত্রছাত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডে অংশ নিতে পারে কয়েকজন। হোটেলের কক্ষের পরিবেশ এবং দুজনের শরীরের ক্ষত অংশ দেখে এমনটিই মনে করছে পুলিশ। গতকাল নাইস ইন্টারন্যাশনাল হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে দুই ছাত্রছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষে এবং সুমাইয়া নাসরিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়তেন। হোটেলের সিসিটিভির ফুটেজে দেখা যায়, মিজানুর ও সুমাইয়া ২০ এপ্রিল রাত ১০টার পরপর হোটেলের রিসিপশনে আসেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি