ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রাজশাহীতে পাসপোর্ট অফিসের কর্মচারীকে অপহরণের অভিযোগ

প্রকাশিত : ১৭:২২, ১৩ জুলাই ২০১৯

 

রাজশাহী নগরের শালবাগান এলাকা থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিসের এক কর্মচারীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে শালবাগান পাওয়ার হাউজ মোড়ে ৪ জন অজ্ঞাত ব্যক্তি একটি সাদা রঙের মাইক্রবাসে করে তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আজমল কবীর। 

অপহৃত পাসপোর্ট অফিসের কর্মচারীর নাম রঞ্জু লাল সরকার। তিনি রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত। হবিগঞ্জ জেলায় রঞ্জুর গ্রামে বাড়ি বলে জানা যায়। 

আজমল কবীর জানান, বেলা সাড়ে ১১টার দিকে সহকর্মী মজিবর রহমানের সঙ্গে তিনি পায়ে হেঁটে শালবাগান মোড়ের দিকে যাচ্ছিলেন। পাওয়ার হাউস মোড়ে তাদের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস থামে। এ সময় মাইক্রোবাস থেকে চারজন নেমে রঞ্জুকে তুলে নিয়ে চলে যায়। এরপরই পুলিশকে ঘটনা জানানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। 

রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে মাইক্রোবাস ও কারা তুলে নিয়ে গেছে তাদের শণাক্ত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এমএস/আরকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি