ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজশাহীতে ফসলি জমিতে চলছে পুকুর খনন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:২৫, ১ এপ্রিল ২০১৮

রাজশাহীতে আবাদি জমিতে খনন করা হচ্ছে পুকুর। ফসলি জমিতে স্থাপন করা হয়েছে ইটভাটাও। এতে কমছে খাদ্যশস্য উৎপাদন, হুমকির মুখে পড়েছে পরিবেশ। কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েও না পাওয়ার অভিযোগ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।

এভাবেই বিলগুলোতে ফসলি জমিতে খনন করা হয়েছে শতশত পুকুর। অধিক লাভের আশায় মাছ চাষ করে এক শ্রেনীর প্রভাবশালীরা খনন করেছে এসব। এতে কমেছে খাদ্যশস্যের উৎপাদন ।

নিয়ম নীতির তোয়াক্কা না করে ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে ইটভাটাও।

ফসলি জমি নষ্ট হওয়া খাদ্য উৎপাদন ও পরিবেশের জন্য হুমকি বলে মনে করছেন, পরিবেশবিদরাও।

অবৈধ পুকুর খনন ও ইটভাটা বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি বলে জানালেন কৃষি কর্মকর্তা।

তবে জেলায় কি পরিমান আবাদি জমি নষ্ট হয়েছে তার হিসাবে নেই কৃষি কর্মকর্তাদের কাছে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি