রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রকাশিত : ১৪:৫১, ২৭ এপ্রিল ২০১৮
রাজশাহীর চারঘাট উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রায়হান আলী (৩৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় আহত হয়েছেন চার র্যাব সদস্য। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের হাজির ঢালানে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেমি পিস্তল, চার রাউন্ড গুলি, ২টি হাসুয়া, ২টি ছোরা ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব-৫ রাজশাহী উপঅধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম।
নিহত রায়হান আলী পাশ্ববর্তী বাঘা উপজেলার জোতরাঘব এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ওসি নজরুল ইসলাম জানান, নিহত রায়হান আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বাঘা থানায় তার নামে বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।
র্যাবের বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার রাতে মহাসড়তে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত দলটি। এসময় র্যাব সদস্যরা সেখানে পৌঁছায়। সেখানে তাদের লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ওই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একে//
আরও পড়ুন