ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রাজশাহীতে বাস চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ৩ আগস্ট ২০১৮

রাজশাহীতে দিনভর যাত্রী দুর্ভোগের পর বিকেল থেকে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৬টায় রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন সড়কপথে বাস ছেড়ে যায়। এর আগে সংবাদ সম্মেলন করে ৬টা থেকে বাস চালানোর ঘোষণা দেন পরিবহনের নেতারা।

বাস ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে শুক্রবার সকাল থেকে সব সড়কপথে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা।

বাস বন্ধের কারণ জানাতে বিকেল ৫টায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার।

তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সারা দেশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবির সঙ্গে আমরাও একমত। কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়ে তারা বাসে ভাঙচুর চালাচ্ছে।

বাস ও শ্রমিকদের নিরাপত্তার কারণে তারা দিনে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। রাতে বাস চলাচল করবে। যদি শিক্ষার্থীরা রাস্তায় না নামে তবে শনিবার দিনেও বাস চলবে। কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় থাকলে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

 এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি