ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে বুলবুলের মনোনয়নপত্র দাখিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ২৮ জুন ২০১৮ | আপডেট: ১৭:১৯, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উৎসব মুখর পরিবেশে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচন হলে বিজয়ের আশা প্রকাশ করে বুলবুল সাংবাদিকদের বলেন, তার আমলে নগর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নগরবাসী তাকে নির্বাচিত করবে।

এ সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর হক মিলন, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত প্রমুখ। এর আগে তিনি নেতাকর্মীদের নিয়ে শাহমুখদুমের মাজার জিয়ারত করেন।

এর আগে দুপুর ১২টার দিকে নগরবাসীর প্রতি আস্থা রেখে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ১৪ দলের নেতাকর্মীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে খায়রুজ্জামান লিটন মনোনয়নপত্র দাখিল করেন।

এর পর মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির মনোনিত মেয়রপ্রার্থী ওয়াশিউর রহমান দোলন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাচন কার্যালয়ে যান। এর আগে তিনি শাহমুখদুমের মাজার জিয়ারত করেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি