রাজশাহীতে মনোনয়নপত্র জমা দিলেন লিটন
প্রকাশিত : ১৭:০৯, ২৮ জুন ২০১৮
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক এই মেয়র।
এর আগে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান। রাজশাহী থেকে তিনিই একমাত্র নেতা হিসেবে দলের মনোনয়ন ফরম কিনেছিলেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক অন্য দলগুলোও খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়েছেন। রাসিক নির্বাচনে এবার লিটনের জয়ের ব্যাপারে খুবই আশাবাদী আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম দাখিলের পর খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের জানান, নির্বাচনে প্রতিটি নেতাকর্মীই ঐক্যবদ্ধ। আগের ভুলত্রুটি শুধরে তারা নৌকার পক্ষে ভোট চাইছেন।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন। মানুষ তা বুঝতেও পেরেছেন। এবার রাজশাহীর ভোটাররা আর ভুল করবেন না।
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটন ২০০৮ সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন।
কিন্তু ২০১৩ সালের নির্বাচনে বুলবুলের কাছেই পরাজিত হন লিটন।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই একযোগে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসএইচ/
আরও পড়ুন