রাজশাহীতে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ৪
প্রকাশিত : ১৫:৪৫, ২৫ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৪৬, ২৫ মার্চ ২০১৯
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গেছে। এতে মাইক্রোসাবের চার যাত্রী আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার পাকড়ী ইউনিয়নের বারোহাটি রেলওয়ে ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতের মধ্যে তিনজনকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অপরজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী জানান, সোমবার সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন রাজশাহীর উদ্দেশে যাচ্ছিলো। এই সময় বারোহাটি রেল ক্রসিং পাওয়ার সময় একটি মাইক্রোবাস ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসের চার আরোহী আহত হন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
একে//
আরও পড়ুন