ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে শারীরিক ও মানসিক অবসাদে মেডিটেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২০ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১২:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২৪

কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের উদ্যোগে ১ ঘন্টাব্যাপী শারীরিক ও মানসিক অবসাদে মেডিটেশন বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৪৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজশাহীর পিটিআই সুপারিনটেনডেন্টের কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে আলোচনা উপস্থাপন করেন গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ ও রাজশাহী সেন্টারের আর্ডেন্টিয়ার প্রফেসর ডঃ মাসুদুল হক সিদ্দিকী।

সেমিনারে  ‘ভিটামিন এস’ বিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

প্রোগ্রামটি পরিচালনা করবার জন্য সুপারিনটেনডেন্টের কার্যালয়ের পক্ষ হতে কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহী সেন্টারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি