ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে সাবেক মেয়রসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মুক্তার আলী ও আড়ানি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার দুপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম রাজশাহী মহানগরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, দেশের পটপরিবর্তনের পর তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা, মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। সেসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে চলে যান। ডিবি পুলিশ রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। এরপর তাদের বাঘা থানায় হস্তান্তর করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি