ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

রাজশাহীর ১৪ স্থানে মিলেছে এডিস মশার লার্ভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৭ আগস্ট ২০১৯ | আপডেট: ১৬:১৪, ৭ আগস্ট ২০১৯

রাজশাহী মহানগরের ১৪ স্থানে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উদ্যোগে কীটতত্ত্ব জরিপে ডেঙ্গুবাহী এই মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ তায়েজুল ইসলামের নেতৃত্বে জরিপ চালানো হয়।

জরিপ দলটি গেলো ২ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত নগরের পাঁচটি ওয়ার্ডের ১০০টি স্থান থেকে দৈব চয়নের ভিত্তিতে মশার লার্ভার নমুনা সংগ্রহ করে।

বুধবার গবেষণাগারে পরীক্ষা শেষে এর মধ্যে ১৪টি স্থানের নমুনায় এডিসের লার্ভা পাওয়া যায়।

তিনি বলেন, যেসব স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে সেখানে এর ব্যাপক উপস্থিতি রয়েছে। এগুলো নিধনে শিগগির পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, নগরের সড়ক শোভাবর্ধনে ব্যবহৃত পাইপের ভেতরে বৃষ্টির পানিতে এডিসের লার্ভা মিলেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ভেতরেও এর উপস্থিতি পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেল উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগি ভর্তি হয়েছেন।

একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন।

এমএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি