ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

রাজস্থানকে হারিয়ে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ২৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৩, ৩০ এপ্রিল ২০১৮

চলতি আইপিএলের ২৮তম ম্যাচে রাজস্থান রয়েলসকে ১১ রানে হারিয়ে ৮ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেলো সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদ। রোববার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে আগে ব্যাট করে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬৩ রানে ভর করে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে হায়দরাবাদ। এছাড়া ৪৫ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস। তবে এই ম্যাচে সাকিব তেমন জ্বলে উঠতে পারেননি। আগের ম্যাচে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিব ৪ ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

টার্গেট তাড়া করতে নেমে ১৪০ রানেই গুটিয়ে যায় রাজস্থান। ইনিংসের শুরু থেকে অসাধারণ খেলে যাওয়া দলটি শেষ দিকে টার্গেট বেড়ে যাওয়ার চাপ নিতে না পারায় পরাজয় এড়াতে পারেনি।

শেষ দিকে ২৪ বলে রাজস্থানের প্রয়োজন ছিল ৪৩ রান। ১৭তম এবং ১৮তম ওভারে কাউল ও রশিদ খান দেন যথাক্রমে ৭ ও ৯ রান।

জয়ের জন্য শেষ ১২ বলে রাজস্থানের প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে কাউল ৬ রানে মহিপালের উইকেট তুলে নিলে আরও বেশি চাপের মধ্যে পড়ে যায় রাজস্থান। শেষ ওভারের তাদের প্রয়োজন ছিল ২১ রান। ৬ বলে ৯ রানের বেশি সংগ্রহ করতে পারেননি রাহানে।

ইনিংসের প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত খেলেও দলকে জয় ‍উপহার দিতে পারেননি অধিনায়ক আজিঙ্কা রাহানে। ৫৩ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন রাজস্থানের এ ওপেনার। এছাড়া ৪০ রান করেন সাঞ্জু স্যামসন।

সংক্ষিপ্ত স্কোর

হায়দরাবাদ: ২০ ওভারে ১৫১/৭ রান (উইলিয়ামসন ৬৩, হেলস ৪৫; আর্চার ৩/২৬)।

রাজস্থান: ২০ ওভারে ১৪০/৬ রান (রাহানে ৬৫*, স্যামসন ৪০; কাউল ২/২৩)।

ফল: হায়দরাবাদ ১১ রানে জয়ী।

ম্যাচ সেরা: উইলিয়ামসন (হায়দরাবাদ)।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি