ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘রাজাপুর মুক্ত দিবস আজ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:০৯, ২৪ নভেম্বর ২০১৭

আজ ২৩ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে সর্বপ্রথম রাজাপুর থানা পাক হানাদার মুক্ত হয়। আজকের এই দিনে রাজাপুরে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা

দিবসটি (পাক হানাদার মুক্ত) পালন উপলক্ষে প্রতি নানা কর্মসূচির আয়োজনে করে রাজাপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে রাজাপুর মুক্তিযোদ্ধা সংসদ এবং স্থানীয় সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি