ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রাত পোহালেই কুবিতে আন্তঃবিভাগ ফুটবল আসর শুরু

কুবি সংবাদদাতা:

প্রকাশিত : ২০:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০১৯


রাত পোহালেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল  প্রতিযোগিতা-২০১৯ মাঠে গড়াবে। মঙ্গলবার দুপুর ৩টায়  (১৭ সেপ্টেম্বর )  অর্থনীতি বিভাগ  বনাম লোক প্রশাসন বিভাগের ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে এই ফুটবল আসরের।

মাঠে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের  বিভাগগুলো নিজেদের দল গোছাতে ব্যস্ত। ইতিমধ্যে অনেক বিভাগ আন্তঃব্যাচ প্রতিযোগিতা শেষ করেছে। দলের শেষ প্রস্তুতি নিতেও মাঠে ঘাম ঝরাচ্ছে বিভাগগুলোর খেলোয়াড়রা। খেলোয়াড়দের মধ্যে ফুটবল জোয়ারের আনন্দের আমেজ বিরাজ করছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা  বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী  কুতুব উদ্দীন বলেন,  বছর ঘুরে আবারও ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ফুটবলের মধ্যে দিয়ে প্রতিটি বিভাগের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।


শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মনিরুল আলম বলেন, 'শারিরীক শিক্ষা বিভাগ থেকে প্রয়োজনীয় প্রম্তুতি নেওয়া হয়েছে। বাফুফে নিবন্ধিত রেফারিরা ফুটবল ম্যাচগুলো পরিচালনা করবে। প্রতিটি বিভাগ থেকে সহযোগিতা পেলে আমরা আশা করি ভালো একটা টুর্নামেন্ট উপহার দিতে পারবো'।

উল্লেখ্য, এইবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ১৯ টি বিভাগ অংশগ্রহণ করবে। ১ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রতিযোগিতার।

 টিআর/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি