ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাতে ঘোষণা হবে ব্যালন ডি অর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ২৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১৫:৪৮, ২৯ নভেম্বর ২০২১

অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনকারী বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল খেলোয়াড়কে পুরস্কৃত করে থাকে ফিফা। তারই ধারাবাহিকতায় রাতে ঘোষণা করা এবারের ব্যালন ডি অর। এই পুরস্কার জেতার দৌড়ে মেসির পাশে রয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কি।

২৪ নভেম্বর শেষ হয়ে গেছে ব্যালন ডি অর বিজয়ী নির্ধারণের ভোটাভুটির পর্ব। বাংলাদেশ সময় রাত দেড়টায় প্যারিসের জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। 

প্রতিযোগিতায় রয়েছেন কেবল তিনজন। লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি এবং করিম বেনজেমা।

টানা এক দশক এই পুরষ্কারটি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলেই ছিলো। গত মৌসুমে বুন্দেস লিগায় মাত্র ২৯ ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ৪১ গোল করেন লেভান্ডোভস্কি। ২০২০ ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জেতেন ৩৩ বছর বয়সি পোলিশ এই স্ট্রাইকার। এবারের মৌসুমে ২০ ম্যাচে ২৫ গোল করেন তিনি। 

এদিকে পিএসজিতে পাড়ি জমানোর আগে নিজের শৈশবের ক্লাব বার্সেলোনর হয়ে লা লিগায় গেলো মৌসুমে ৩০ গোল করেন মেসি। এছাড়া কোপা দেল রে’র শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। 

এ পর্যন্ত ৬টি ব্যালন ডি অর জেতেন মেসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি