ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাতে স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামছে মেসি বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের ম্যাচে আজ মাঠে নামছে লিওনেল মেসির বার্সালোনা। স্পেনিস জায়ান্ট বার্সার প্রতিপক্ষ পর্তুগালের দল স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগাল। এক ম্যাচ খেলে দুদলের সমান ৩ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান বার্সার দখলে আর স্পোর্টিংয়ের অবস্থান দুইয়ে।

এদিকে ‘বি’ গ্রুপে হাইভোল্টজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্সের দল পিএসজি ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক। ‘সি’ গ্রুপে মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি।


‘এ’ গ্রুপের ম্যাচে লড়বে বাসেল ও বেনফিকা। অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে সিএসকেএ মস্কোর বিরুদ্ধে। ‘ডি’ গ্রুপে জুভেন্টাসের প্রতিপক্ষ অলিম্পিয়াস।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি