ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাতেই ছেলে তারেকের বাসায় যেতে পারেন খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩০, ২৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২৩:৩৩, ২৪ জানুয়ারি ২০২৫

দীর্ঘ সাড়ে ৭ বছর পর খালেদা জিয়াকে দেখে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন তার ছেলে তারেক রহমান

দীর্ঘ সাড়ে ৭ বছর পর খালেদা জিয়াকে দেখে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন তার ছেলে তারেক রহমান

Ekushey Television Ltd.

তবে বিষয়টি নির্ভর করছে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। এরআগে বৃহস্পতিবার রাতে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এরকম আভাস দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘নতুন করে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার ছুটি হতে পারে। পরবর্তীতে বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন সাবেক প্রধানমন্ত্রী।’

ডা. জাহিদ বলেন, গত ১৭ দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। দু-একটি রিপোর্ট এখনো আসেনি। কয়েকটি পরীক্ষা এখানেও হয় না। সেগুলো বাইরে থেকে করাতে হয়। খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেকটা ভালো আছেন।

খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন, ওনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। কারণ ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। 

তাছাড়া জেলে রেখে ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তখন ওনাকে বিদেশে নিয়ে আসা গেলে আরো হয়তো দ্রুত সুস্থ করা যেতো। এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে, আগে হলে হয়তো ওনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেত।

উন্নত চিকিৎসকার জন্য গত ৮ জানুয়ারি তাকে যুক্তরাজ্যে নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। 

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি