ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

রানা প্লাজা ট্র্যাজেডি: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ২৪ এপ্রিল ২০২৪

সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর পূর্তি। এ উপলক্ষে সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। 

আজ বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে যোগদেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তারা বলেন, রানা প্লাজা ট্রাজেডির ১১ বছরেও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয়নি। আমাদের দাবি ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করতে হবে। পাশাপাশি হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুর্ণবাসন,স্মৃতিস্বম্ভ নির্মাণ এবং রানাসহ সব দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মস্থল প্রদানে সরকারের কাছে  দাবি জানান তারা।

এর আগে গতকাল সন্ধ্যায় রানা প্লাজা ট্রাজেডির ১১ বছরপুর্তি উপলক্ষে রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন শ্রমিকসহ সংগঠনের নেতাকর্মীরা।

যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি