ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রানা প্লাজা ধসের ঘটনায় ২ মামলার নথি বিচারের জন্য প্রস্তুত

প্রকাশিত : ০৯:২০, ২৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:০৫, ২৩ এপ্রিল ২০১৬

সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা ও ইমারত আইনে দায়ের করা দু’টি মামলার নথি বিচারের জন্য প্রস্তুত হয়েছে। মামলা দু’টি বিচারের জন্য এরিমধ্যে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট আদালতে। কারাগারে আটক আসামিসহ সব আসামিকে ২৮ এপ্রিল আদালতে হাজির হতে বলা হয়েছে। একই ঘটনায় দুদকের মামলাগুলোর একটিতে চার্জশিটও দেয়া হয়েছে। রানা প্লাজা ধসে সরকারি হিসেবেই প্রাণ যায় এক হাজার ১৩৬ জনের। গুরুতর আহত হন আরো অনেকেই। সেই সাথে আছে নিখোঁজের তালিকা। এই ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়। একটি মামলা হয় অবহেলায় মৃত্যু ঘটানোর অভিযোগে এবং অপরটি ইমারত আইনে। দু’টি মামলার নথিই বিচারের জন্য প্রস্তুত। এরিমধ্যে তা সংশ্লিষ্ট আদালতে পাঠানোও হয়েছে। হত্যা মামলাটি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে এবং ইমারত নির্মাণ আইনে দায়ের করা মামলাটি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। ২৮ এপ্রিল আসামিদের উপস্থিতি ছাড়াও মামলা বিচারের জন্য আমলে নেবে আদালত। এরপর চার্জের জন্য দিন ধার্য করা হবে। চার্জ গঠনের মধ্য দিয়ে শুরু হবে ভয়াবহতম রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া মামলা দু’টির বিচার। এদিকে, নথি প্রস্তুত হলেও ৪১ আসামির ১২ জনই পলাতক। তাদের অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে, গেল বছর ২০ মে নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেয়ায় সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক রানার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। মামলাগুলোর বিচার ভবিষ্যতে গার্মেন্টস কারখানাগুলোর কর্ম পরিবেশ আরও উন্নত করতে সাহায্য করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি