রানা প্লাজা ধ্বসের দিনটিকে শ্রমিক শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণার দাবি
প্রকাশিত : ১৫:৫৭, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ১ এপ্রিল ২০১৬
রানা প্লাজা ধ্বসের দিনটিকে শ্রমিক শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকরা।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানায়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধ্বসে এক হাজার ১৩৬ জন শ্রমিক মৃত্যুবরণ করে। পঙ্গুত্ব বরণ করেন আড়াই হাজার শ্রমিক। নিহতদের পরিবারকে যথাযথ মূল্যায়নসহ আহতদের পূনর্বাসন ও চিকিৎসার দাবি জানান তারা। এ সময়, রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন হত্যাকা-ে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ ছয় দফা দাবি জানান শ্রমিক নেতারা।
আরও পড়ুন